সব্ব দানং ধম্ম দানং জিনতি
সব্ব রসং ধম্ম রসং জিনতি
বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের লক্ষ্যে রাজবন বিহার, রাঙামাটি, বাংলাদেশের কয়েকজন নিবেদিতপ্রাণ ভিক্ষুর অক্লান্ত প্রচেষ্টায় পিটকীয় ও অন্যান্য ধর্মীয় বইগুলো পিডিএফ আকারে রূপ দেয়া সম্ভব হলো। সেগুলোই আমি শেয়ার করলাম আগ্রহী বাংলাভাষাভাষী বৌদ্ধদের কাছে। বইগুলো ডাউনলোডের ইচ্ছে করলে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন:
- লিংকে ক্লিক করুন। গুগল ডকসের নতুন একটা পেজ খুলবে । সেখানে পিডিএফটাকে লোডিং হতে দিন।
- এরপরে ফাইল অপশনে ক্লিক করুন। একটা মেনু আসবে।
- মেনুর সবচেয়ে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
- সেভ এজ অপশন আসবে। সেভ করে নিন।
মূল বিনয় পিটক
সূত্র পিটক
- দীর্ঘ নিকায় ১
- দীর্ঘ নিকায় ২
- দীর্ঘ নিকায় ৩
- মধ্যম নিকায় ১
- মধ্যম নিকায় ২
- মধ্যম নিকায় ৩
- সংযুক্ত নিকায় ১, ২
- সংযুক্ত নিকায় ৩
- সংযুক্ত নিকায় ৪
- সংযুক্ত নিকায় ৫
- অঙ্গুত্তর নিকায় ১
- অঙ্গুত্তর নিকায় ২
- অঙ্গুত্তর নিকায় ৩
- অঙ্গুত্তর নিকায় ৪
- অঙ্গুত্তর নিকায় ৫
- খুদ্দক পাঠ
- ধম্মপদ
- উদান
- ইতিবুত্তক
- সুত্তনিপাত
- থেরগাথা
- থেরীগাথা
- থেরী অপদান
- বুদ্ধবংশ
- দশপারমী ও চরিয়াপিটক
- মহানির্দেশ
- প্রতিসম্ভিদামার্গ
- নেত্তিপ্রকরণ
- মিলিন্দ প্রশ্ন
অভিধর্ম পিটক
অন্যান্য
- আনন্দ
- বুদ্ধযুগে বৌদ্ধ নারী
- বুদ্ধের শিক্ষা
- জানা ও দেখা
- হৃদয়ের দরজা খুলে দিন
- পরমার্থ শীল ধুতাঙ্গ অনুশীলন
- উৎসর্গ ও সূত্র
বাংলাদেশে এই বছর পট্ঠান এর কয়েকটি খণ্ড অনুবাদ হয়েছে বলে আমার কাছে কনফার্মড নিউজ আছে, কিন্তু সেগুলো এখনো পাবলিশড হয় নি। ড. সুকোমল চৌধুরীর পট্ঠান এর অনুবাদের কপিটা আমাদের হাতে নেই। আর খুদ্দক নিকায়ের কয়েকটি বই হাতে না থাকায় দেয়া গেল না।
আপাতত এগুলো দিয়েই ধর্মজ্ঞান বাড়িয়ে নিন।
চিরং তিট্ঠতু বুদ্ধ সাসনং।
আপাতত এগুলো দিয়েই ধর্মজ্ঞান বাড়িয়ে নিন।
চিরং তিট্ঠতু বুদ্ধ সাসনং।