ষষ্ঠ সঙ্গায়নে সংগৃহীত পালি ত্রিপিটক, অর্থকথা, টীকা ও অন্যান্য পালি গ্রন্থাবলী একত্র করে সেগুলোকে ইন্টারনেটে সহজলভ্য করে দিয়েছিল গোয়েঙ্কাজীর বিপস্সনা রিসার্চ ইনস্টিটিউট। কিন্তু সেগুলো কেবল উইন্ডোজের ক্ষেত্রে পাওয়া যেত। আমি যেহেতু লিনাক্স ব্যবহার করি, তাই তাদের সেই প্রোগ্রাম আমার ল্যাপটপে আর চলে না। তাই আমি নিজেই একটা প্রোগ্রাম বানালাম যেন আমি নিজের ইচ্ছেমতো সেটা সাজাতে পারি, বিভিন্ন পালি বিষয়ে সম্পূর্ণ ত্রিপিটক সার্চ করতে পারি এবং আমার পালি-বাংলা অভিধান সংকলন যেন আরো দ্রুত হয়।
অবশেষে একটা প্রোগ্রাম শেষ পর্যন্ত বানাতে পেরেছি যেটা আমার মনের মতো করে কাজ করে। এখন আমি সেটা নিজের ল্যাপটপে ব্যবহার করি। আর পালি নিয়ে লেখালেখি এবং ঘাঁটাঘাঁটি করেন শ্রদ্ধেয় করুণাবংশ ভান্তে। কিন্তু তিনি উইন্ডোজ ব্যবহার করেন। তাই উইন্ডোজের জন্যও একটা বানিয়েছি।
আপনারা যদি পালি ত্রিপিটক প্রোগ্রাম ব্যবহার করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন নিম্নোক্ত লিংকগুলো থেকে:
উইন্ডোজের জন্য: paliTipitakaInstaller.exe
উবুন্ট, ডেবিয়ান ও অন্যান্য লিনাক্সের জন্য: pali-tipitaka_0.1.0_amd64.deb
অবশেষে একটা প্রোগ্রাম শেষ পর্যন্ত বানাতে পেরেছি যেটা আমার মনের মতো করে কাজ করে। এখন আমি সেটা নিজের ল্যাপটপে ব্যবহার করি। আর পালি নিয়ে লেখালেখি এবং ঘাঁটাঘাঁটি করেন শ্রদ্ধেয় করুণাবংশ ভান্তে। কিন্তু তিনি উইন্ডোজ ব্যবহার করেন। তাই উইন্ডোজের জন্যও একটা বানিয়েছি।
আপনারা যদি পালি ত্রিপিটক প্রোগ্রাম ব্যবহার করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন নিম্নোক্ত লিংকগুলো থেকে:
উইন্ডোজের জন্য: paliTipitakaInstaller.exe
উবুন্ট, ডেবিয়ান ও অন্যান্য লিনাক্সের জন্য: pali-tipitaka_0.1.0_amd64.deb
No comments:
Post a Comment